মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ সোমবার এ ছাড়া অন্যান্য দিনের তুলনায় সড়কে পায়ে হাঁটা মানুষের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
অন্যান্য দিনের তুলনায় শহরে বেশি রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়।
কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে শহরে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চেকপোস্টগুলোতে দেখা যায়, গাড়ি থামিয়ে গন্তব্যে যাওয়ায় সুনির্দিষ্ট কারণ জানতে চাইছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনে কাগজপত্রও দেখছে। জরুরি পরিসেবায় নিয়োজিত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন।
তবে প্রধান সড়কের তুলনায় শহরের, মহল্লায় বাজার অলিগলিতে মানুষের জটলা কিছুটা বেশি চোখে পড়েছে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আজ ব্যাংকগুলোর সামনে মানুষের লাইন চোখে পড়েছে।