উত্তর ২৪ পরগনা বিশেষ প্রতিনিধি
গৌতম দেবনাথঃ
মানসিক হতাশা গ্রস্থ এক যুবক নাম তাপস সরকার। হঠাৎ করে গতকাল রাত আটটা নাগাদ মসলন্দপুর 2 এর প্রধান কৃষ্ণপদ মন্ডল এর উপরে ছুরি নিয়ে চড়াও হয়। তখন কৃষ্ণ বাবু একটি মিটিং সেরে ঘরে ঢুকে ছিলেন ঘরের দরজা খোলা ছিল। কৃষ্ণ বাবু তখন তাকে তাড়া করলে তারপর তার পাশের ঘরের কৃষ্ণ বাবুর ছেলে প্লাবন মন্ডল এর উপর চড়াও হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রধান পিছন থেকে জাপ্টে ধরে এবং এক পর্যায়ে ধস্তাধস্তির কারণে শরীরে আঘাত লাগে কৃষ্ণ বাবুর হাতে। একপর্যায়ে কৃষ্ণ বাবু তাপস সরকারকে ধরে ফেলেন শোরগোলের আওয়াজ পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা সবাই মিলে তাপস সরকার কে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং গ্রেফতার করে তাপস কে। বিএ পাস তাপস কি কারনে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ। তবে কোনো কাজ না থাকার কারণে মানসিক হতাশা গ্রস্থ হয়ে পড়েছিল তাপস। স্থানীয় সূত্রের খবর হাবরা 1 নং ব্লক সভাপতি মাননীয় শ্রী অজিত সাহা মহাশয় জানান ” বড় কোনো ঘটনা ঘটেনি এটাই বড় ব্যাপার। কিন্তু ছেলেটির যারা অভিভাবক তাদের নজরে রাখা উচিত ছিল ছেলেটিকে। তবে ছেলেটি যেহেতু মানসিক ভারসাম্যহীন সেই ভেবে মানবিক দিক বিবেচনা করা উচিত।