এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
রবিবার দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে, এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬ জন।
এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবাই নারী, প্রত্যেকেরই বয়স ৪৮ থেকে ৭০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ১ জন নড়াইলের লোহাগড়া, আরোও ১ জন মহেশপুর উপজেলার এবং অপর ৪ জন যশোর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ ছাড়া করোনার ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরোও ১০ জন।
কোভিড-১৯, করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৬ জন নারী যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস সংক্রমণ ওয়ার্ডে (রেড জোনে) ভর্তি ছিলেন।
যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ আরিফ আহমেদ, এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরোও বলেন, যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের রেড জোনে মোট ভর্তি আছে ১২৬ জন। আর ইয়েলো জোনে ভর্তি আছে ৮৬ জন।
এ দিকে, ৫ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে করোনা ভাইরাস নমুনা পরীক্ষার টেস্টে ১৮৬ জনের নমুনাতে কোভিড-১৯, করোনা ভাইরাস সংক্রমণ রোগ পাওয়া গেছে। যশোরের ৪৪৫ জনের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। আজ শনাক্তের হার ৪১ দশমিক ৭৯।