সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেবু সাদার বাড়িতে পটিয়া পৌরসভা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম এর চাচাতো ভাই ব্যাবসায়ি আমির হোসাইন এর কনিষ্ঠ পুএ আবরার হোসাইন সাফিন মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়ছিল ২ বছর ৪ মাস।স্থানীয় সুএে জানাযায়, গত ৪ জুলাই রবিবার সকাল সাড়ে ১০ টায় সময় আবরার হোসাইন সামিন এর মা রান্নার কাজ করছিল। এসময় আবরার হোসাইন সাফিন বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ আবরার হোসাইন সাফিন কে তার মা খোঁজ করে। এদিকে সেদিকে খুঁজে না পেয়ে হঠাৎ দেখতে পাই সাফিনকে পুকুরে পড়ে আছে। তাকে তরিৎ পানি থেকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবরার হোসাইন সাফিন কে মৃত ঘোষণা করে। এদিকে আবরার হোসাইন সাফিন এর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের চায়া নেমে আসে। আবরার হোসাইন সাফিন ব্যাবসায়ি আমির হোসাইন এর কনিষ্ঠ পুএ। তার বর্তমানে দুই কন্যা সন্তান নিয়ে মানষিক ভারসাম্যহীনতার মধ্যে রয়েছে বলে দিদারুল আলম জানান। আবরার হোসাইন সাফিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিস,মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়া- কর্ণফুলীর সমন্বয়কারী যথাক্রমে জাফরুল ইসলাম, মোঃ নাছির উদ্দীন, সাইফুল ইসলাম সোহেল, মফিজ উদ্দিন, পিসি রহিম, শাহজাদা সালাউদ্দিন, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা’র সাংবাদিক সেলিম চৌধুরী, ডাঃ খোরশেদ আলম, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুর রাজ্জাক রানাসহ আরো অনেকে।