পটুয়াখালী প্রতিনিধিঃ শম্ভু সাহাঃ
পটুয়াখালীতে দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা।
আজ ০৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শহরের পুরাতন ফেরীঘাট এলাকায় লকডাউন চলাকালে দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার কার্যক্রমের শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন। এ সময় তার সাথে ছিলেন ক্যান্টনমেন্টের জাহিদ মাহমুদ জীবনসহ অন্যান্য সেনা সদস্য।
অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন জানান, দেশে করোনা সংক্রামন প্রার্দুভাব ঠেকাতে সারা দেশে লকডাউন চলছে। লকডাউনে সরকারের ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের নিজস্ব অর্থায়নে জেলার ৮টি উপজেলায় পাঁচটি গ্রুপে প্রথম পর্যায় ৭৫০ টি দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি খাদ্য সহায়তার প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২ লিটার তৈল ও ৫০০ গ্রাম লবন। এ খাদ্য সহায়তা প্রদানকালে অধিনায়ক খন্দকার লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন সবাইকে মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবায়ন জানান।