মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের চারজনের করোনা পজেটিভ ছিল। বাকি ১৫ জন মারা যান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন এবং পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ছয় দিনে ১০১ জনের মৃত্যু হলো।
বাড়ার পর ফের কমেছে করোনাভাইরাসের সংক্রমণের হার। সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ। আগের দিন রোববার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ।