মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি জননেতা ‘আলহাজ্ব আব্দুল হাই’ এর পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি ‘মহিউদ্দিন আহম্মেদ নিহত দ্বীন ইসলামের পরিবারকে নগদ ৫০হাজার টাকা প্রদান করেন। নিহত দ্বীন ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়ায়।
গত রোববার (৪ জুলাই) লকডাউনের কারণে দিন মজুর দ্বীন ইসলাম শুভ (২৫) এর কাজ বন্ধ থাকায় এবং তিনবেলা খাবার জোগাতে না পারায় পারিবারিক কলহে আত্মহত্যা করেন।
অর্থপ্রদানকালে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আয়েত আলী দেওয়ান, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ, বিএনপি নেতা ডালিম, মানিক প্রমুখ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় মা, স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে বাড়ি ভাড়া থাকতেন দ্বীন ইসলাম শুভ। পেশায় তিনি একজন দিনমজুর। লক ডাউনে দ্বীন ইসলামের কাজ ছিলনা। সংসারের চাহিদা পূরণ করতে পারছিল না সে। এ নিয়ে সংসারের মধ্যে ঝগড়াও হতো। তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়।
পুলিশের দাবী স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে দ্বীন ইসলাম আত্মহত্যা করেছে। তবে করোনায় কাজ না থাকার বিষয়টি পুলিশ অস্বীকার করেন। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে দ্বীন ইসলামের লাশ বেওয়ারিশ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।