এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে যশোরের বেনাপোল ভবারবেড় নতুন বাইপাস রোড সংলগ্ন মোঃ মাহাবুবের নিজ বাড়ির ৩য় তালায় অভিযান চালান র্যাব-৬ সদস্যরা। অভিযান কালে মোঃ হাফিজুর রহমান (২৮), নামের এক যুবককে আটক করেন র্যাব-৬।
আটককৃত যুবকের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মোঃ হাফিজুর রহমান, মোঃ মাহাবুরের ছেলে বলে জানা যায়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরীফুল আহসান, আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটক মোঃ হাফিজুর রহমান এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মোঃ হাফিজুর রহমানের, নিজ বাড়ির ৩য় তলায় মাদক দ্রব্য আছে। এমন সংবাদের ভিত্তিতে এ সময়ে যশোর র্যাব-৬ এর পদাতিক ও স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মোঃ হাফিজুর রহমান, এর নিজ বাড়ি ৩য় তলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। এ সময় র্যাবের উপস্থিত টের পেয়ে মোঃ হাফিজুর রহমানের বাবা মোঃ মহাবুর কৌশলে পালিয়ে যায়।
আজ দুপুরে মোঃ হাফিজুর রহমান, এর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।