জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদাঃ
দামুড়হুদা জয়রামপুর রেল ষ্টেশনে দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবন করা অবস্থায় ২জন সহ মোট ৫ জনকে আটক করে পুলিশ
জানা গেছে মঙ্গলবার দামুড়হুদা উপজেলার
জয়রামপুর রেল ষ্টেশনে সন্ধ্যা ৭ টার দিকে
দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে এস আই রাজু ও এস আই সোয়াদ মাদক বিরোধী অভিযানে গাঁজা সেবন করা অবস্থায় ২জন ও সাথে আরো ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় মোবাইল কোর্টে দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯, সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদক সেবন করায় ২ জন দামুড়হুদা দশমী পাড়ার (১) মেহেদী হাসান (২২) পিতা,হেকমত উল্লাহ, ও দামুড়হুদা খা পাড়ার
(২)সাইদ (৩২) পিতা, জমির উদ্দিন খাঁ।এই দুই জনকে, ২ শত টাকা করে জরিমানা আদায় ও ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে আরো ৩ জনকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তারা হলেন, দামুড়হুদার হাউলী গ্রামের দুই জন,(১) নুহুর ছেলে, আব্দুর রহমান (২২) (২) শহিদুল এর ছেলে, ইনামুল (২২)ও দামুড়হুদা পুরাতন বাজার পাড়ার, আব্দুর রাজ্জাকের ছেলে, সুমন (২০)।
এসময় মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ সহযোগিতায় ছিলেন দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম।