মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০৬/০৭/২০২১ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমোস্তাপুর থানাধীন ১নং গোমোস্তাপুুর ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ জনৈক বুলু মিয়ার লেদের দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করিতেছে, উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত্রি ২১.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ,১ কেজি ৯৫০ গ্রাম হেরোইন, মোবাইল সেট-০১টি এবং সীমকার্ড-০১টি উদ্ধারসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল আলিম (২৩), পিতাঃ মোঃ মোস্তফা, মাতা- মোছাঃ শুখিয়ারা বেগম, সাং-মির্জাপুর মুচড়াপাড়া, থানা-শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব- কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদকমুক্ত সমাজ গড়ুন।