এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
৭ জুন ২০২১ বুধবার যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে, আরোও ১৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ৬ জুন মঙ্গলবার দুপুর থেকে আজ ৭ জুন বুধবার দুপুর পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস ইউনিটে করোনা ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাকিরা সবাই করোনা ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮ জন।
অপর দিকে, ৭ জুন বুধবার গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। নমুনা সংগ্রহ পরীক্ষা করে ফলাফল আসে আরোও ২৫৩ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ পাওয়া যায়। করোনা ভাইরাস সংক্রমণ রোগের শনাক্তের হার ৪০ শতাংশ।
যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।