এস এম খলিলুর রহমান,
যশোর ব্যুরো চীফঃ
৬ জুন ২০২১ মঙ্গলবার অনুমান রাত ৮ টা থেকে ৭ জুন বুধবার সকাল অনুমান ৯ টার মধ্যে যশোর জেলায় বিভিন্ন সময়ে অভিযান চালান, যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের চৌকস সদস্যরা। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা, হালদা, এলাকায় ও চৌগাছা উপজেলার কোটচাঁদপুর, এছাড়াও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা ভারতে অনুপ্রবেশের সহযোগিতা করার দায়ে বেনাপোল সীমান্ত থেকে আরোও পাচারকারী ৩ প্রতারক চক্রের সদস্যকে আটক করেন। এবং ব্যাংক এশিয়ার ৪১ (লাখ) টাকা আত্মসাৎকারী ৪ সদস্যসহ ৭ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন ওরফে জাহিদ (৪৫), পিতা মৃত- মোঃ জিন্দার আলী মোল্লা, সাং- হালদা, (২) মোঃ মুশফিকুর রহমান ওরফে রতন (৩০), পিতা- মোঃ আবু বাক্কার কাজী, সাং- ছয়ঘড়িয়া, থানা-শালিখা, জেলা-মাগুরা, এ/পি সাং- খাজুরা বাজার (শ্বশুর মাওঃ সোলাইমান এর বাসা), (৩) মোঃ মাজেদ মোল্লা (৫০), (৪) মোঃ আঃ আজিজুর মোল্লা (৪৮), উভয় পিতা-মৃত মোঃ জিন্দার আলী মোল্লা, সাং-হালদা, সর্ব থানা-বাঘারপাড়া, (৫) মোঃ শাহিন হোসেন (৩৫), পিতা-মৃত আব্দুল হোসনে, সাং- বানিয়াবহু পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী, (৬) মোঃ রজ্জত আলী (৪৫), পিতা-মৃত মোঃ আয়না ঢালী, সাং-মহিষাডাঙ্গা বারোপোতা, (৭) মোঃ ইমানুর হোসেন (৫২), পিতা মোঃ রবিউল ইসলাম, সাং-শিকড়ী পশ্চিমপাড়া, সর্ব-থানা বেনাপোল পোর্ট, সর্ব-জেলা- যশোর।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস, আমাদের এ প্রতিনিধিকে বলেন, ২০/২১ সালে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চতুরবাড়ীয়া বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট শাখার এজেন্ট মোঃ আনোয়ার হোসেন ওরফে জাহিদ, ও তাহার সহযোগীরা ৩৪ জন গ্রাহকের আমানতের ৪১ (লাখ) টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রতারণা করে আত্মসাৎ করেন। এর পরপরই ব্যাংক এশিয়া এজেন্ট মোঃ আনোয়ার হোসেন ওরফে জাহিদ, ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। এই ঘটনায় ব্যাংক এশিয়ার রিলেশনশিপ অফিসার মোঃ আহমেদ বাদী, হয়ে মোঃ আনোয়ার হোসেন ওরফে জাহিদ, ও তার সহযোগীদের বিরুদ্ধে বাঘারপাড়া থানার ১ টি রেগুলার মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকতার হাওয়ায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মামলাটির তদন্তের ভার দেন, যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাসের, নিকট। এক পর্যায়ে অফিসার ইনচার্জ সৌমেন দাস, মামলাটির তদন্ত করে আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর গতকাল ৬ জুন সোমবার রাত ৮ টা থেকে আজ ৭ মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। যশোর জেলার বাঘারপাড়া উপজেলা, বেনাপোল পোর্ট থানা, এলাকা ও চৌগাছা উপজেলা, এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উক্ত আসামিদের আটক করা হয়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকারোক্তি করেন, এজেন্ট ব্যাংক এশিয়ার মাধ্যমে প্রতারণার করে টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়াও এর আগেও তাদের বিরুদ্ধে জালিয়াতি, চেক ডিজঅনার, প্রতারণা করার দায়ে একাধিক মামলা আছে। আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।