সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের সীতাকুণ্ড ছালে জুটমিলের সিবিএ শ্রমিকলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ মহসিন খান বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতেও সর্বাধিক গুরুত্ব দিতে হবে। হাঁচি-কাশিতে আক্রান্ত রোগী কোথায় থেকে এসেছেন, বিদেশে গিয়েছিলেন কিনা তা অবশ্যই জানতে হবে। এছাড়াও সবাইকে বাসায় ফিরে সঙ্গে সঙ্গেই সাবান দিয়ে হাত ও মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকার ইতিমধ্যেই অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে।তিনি আরোও বলেন, অবশ্যই এই বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান। মোহাম্মদ মহসিন খান ৭ জুলাই বুধবার বিকেলে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ কতৃক আয়োজিত করোনা সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সভাপতির বক্তব্যে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনা ভাইরাসের কথা প্রথম জানা যায়। এই পর্যন্ত করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এ-ই মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে এবং জনগণকে সচেতন থাকতে হবে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন জনগণকে রক্ষা করার জন্য। পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় যেখানে সেখানে থুথু ফেলা বন্ধ করতে হবে। হাঁচি-সর্দি-কাশি হলে সার্বিক হাইজেনিকের বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে চলতে হবে। পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি কলিমুর রহমান বলেন, চীনে শুরু হওয়া করোনা ভাইরাসের বিষয়টি সারা বিশ্বে নেতিবাচক প্রভাব পড়েছে। এই ভাইরাসটি প্রতিরোধে আমাদেরকে আরও সচেতন হতে হবে।কোভিড-১৯ প্রতিরোধে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। হাত দিয়ে নাক বা মুখ ঘষা থেকে বিরত থাকাসহ আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করার পর ডাস্টবিনে ফেলে দিতে হবে। অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না যাওয়ারও আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, বাসেক, রুবেল, রিয়াদ, প্রদীপ দে, হারুনুর রশিদ, শাহ আলম, মো. শিবলু, মোঃ বাপ্পী, বাবলু সেন, জসীম উদ্দিন, মহসীন, আবদুল খালেক, জহিরুল ইসলাম, কায়ছার, নুর আহম্মদ, আলম, মোস্তাফা শিবরাম দে, সাইফুদ্দিন বিপু, মফিজ, আরজ হাসান, ইকবাল হোসেন, মহিউদ্দিন, আহমদ হোসেন, খাইরুল বশর, এসএম আরব উল্লাহ আমিরী প্রমুখ। সভার শেষে প্রধান অতিথি মোহাম্মদ মহসিন খান কে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।