মোঃ মতিন গাজীঃ যশোর অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ
৮ জুন ২০২১ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার দিকে যশোর অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামে নিজ ঘরের পিছনে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, মনোরমা সরকার (৬৫), নামের ১ জন বৃদ্ধ মহিলা। অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের স্বর্গীয় প্রোঃ সরকারের স্ত্রী বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ৮ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টার দিকে নিজ ঘরের পিছনে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মনোরমা সরকার। স্বামী স্বর্গীয় প্রোঃ সরকার পেশায় ১ জন কৃষক। মনোরমা সরকার, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবং সম্প্রতি মনোরমা সরকার, পরপর ২ বার স্ট্রোক করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। প্রতিদিনের ন্যায় ছেলের বউ সকালে ভাত রান্না করে শ্বাশুড়িকে ভাত খেতে দেওয়ার জন্য খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দেখতে পান নিজ ঘরের পেছনে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখা যায় মনোরমা সরকারকে। বৌমার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন ঘটনা স্থলে। তাৎক্ষণিক প্রতিবেশীরা মনোরমা সরকারকে উদ্ধার করেন, ততক্ষণে মনোরমা সরকার মারা জান। প্রতিবেশিদের ধারনা শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরেই মনোরমা সরকার, গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছেন। পরবর্তীতে খবর পেয়ে ছুটে আসেন, অভয়নগর থানার পুলিশ। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা যায়।