

এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
৮ জুন ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে যশোর জেলার শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সর্ব সাধারণের অবাধ ভাবে চলাফেরা ঠেকাতে যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা পুলিশের যৌথ টহল পরিচালনা করেন। বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় টহল শেষে দড়াটানা পুলিশ বক্সের সামনে সাংবাদিক সম্মেলন করেন।
যশোর জেলায় কোভিড-১৯, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোগ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
এ সময় যশোর জেলার করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি প্রজ্ঞাপন জারিকৃত লকডাউন কার্যকর করতে যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা পুলিশের গৃহিত সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। উক্ত ব্রিফিং এ সম্মানিত যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও সম্মানিত যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন মহোদয় বক্তব্য রাখেন।
জেলা পুলিশ সুপার মহোদয় বলেন, আমরা গত ১০ জুন হতেই যশোর জেলায় লকডাউনের ভিতরে আছি আমরা সবাই। বাংলাদেশে সারা জেলায় আমরা ইতোমধ্যে ৬০ টি পুলিশ চেকপোস্ট বসিয়েছি এবং এর পাশা-পাশি চলছে নিয়মিত মোবাইল কোর্ট পার্টি। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্ব প্রথম থেকেই আমরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ সহ বিভিন্ন স্বেচ্ছা সেবক সংগঠনের সদস্য বৃন্দ এক যোগে কাজ করে যাচ্ছি এবং এখন আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও র্যাব এবং বিজিবি সদস্যরা।
প্রতিটি ইউনিয়নে বা গ্রামে আমাদের বিট পুলিশিং এর মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সকলের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে জরুরি পরিসেবা ব্যতীত সকল ধরনের যাতায়াত বন্ধ রেখেছি। অতীব জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরে রাখতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
একই সাথে সকলকে করোনা ভাইরাস সংক্রমণ রোগ এড়াতে অবশ্যই মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক স্বাস্থ্য বিধি ও জনসমাগম এড়িয়ে চলা এবং নিতান্ত প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে না আসার আহবান জানান। আর যদি কেউ অযথা ঘরের বাহিরে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করেন, তবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে দেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসন, যশোর জেলা পুলিশ, যশোর জেলা সিভিল সার্জন, স্বেচ্ছা সেবক সংগঠনের সদস্যবৃন্দ, বিজিবি, সাংবাদিকবৃন্দ সহ যশোর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।