এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পুটখালী বালুন্ডা গ্রামে অভিযান চালান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। অভিযান কালে মোঃ মাজহারুল ইসলাম ওরফে মিন্টু (৪৩), নামের ১ জন যুবককে আটক করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃত মোঃ মাজহারুল ইসলাম ওরফে মিন্টুর নিকট থেকে পিস্তল ও মেগজিন এবং গুলিসহ আটক করা হয় আটক মোঃ মাজহারুল ইসলাম (মিন্টু), বেনাপোল পুটখালী বালুন্ডা গ্রামের আঃ রহমান বিশ্বাস, এর ছেলে বলে জানা যায়।
পুটখালী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ মশিউর রহমান আমাদের এ প্রতিনিধিকে জানান, অস্ত্র ও মেগজিন এবং গুলিসহ আটক করা হয়েছে মোঃ মাজহারুল ইসলাম ওরফে মিন্টু ১ জন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছে। ৮ জুলাই বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী বালুন্ডা গ্রামের উত্তরপাড়া বাবুর বাড়ির পিছনে অভিযান চালিয়ে তাকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি নিজ মুখেস্বীকার করেন। আজ সন্ধ্যায় মোঃ মাজহারুল ইসলাম ওরফে মিন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।