এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার যশোরে গত ২৪ ঘন্টায় আরোও নতুন করে, করোনা ভাইরাস সংক্রমণ রোগে মৃত্যু হয়েছে ১১ জন। অর্থাৎ ৭ জুলাই বুধবার দুপুর থেকে ৮ জুলাই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আরিফ আহম্মেদ, ও যশোর জেলা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ আহমেদ, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৮৬৯ জনের নমুনা সংগ্রহ করে, পরীক্ষায় পাঠানো হয়। নমুনা সংগ্রহের পরীক্ষার পর ফলাফল আসে ৩৫২ জনের করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে। যশোরে শনাক্তের হার প্রায় ৪১ শতাংশ।
এর মধ্যে ৫ জন করোনা ভাইরাস সংক্রমণ রোগে মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের করোনা ভাইরাস সংক্রমনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। বর্তমানে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন। এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ১৪ (হাজার) ৫ (শত) ২২ জন, সুস্থ্য হয়েছেন ৯ (হাজার) ৯৪ জন, করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ রোগী মারা গেছে মোট ১৯২ জন বলে জানা যায়।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোগে মারা গেছে ১১ জন, এরা সবাই করোনা ভাইরাস সংক্রমণের ও উপশর্গ নিয়ে মৃত্যু হয়েছে৷ যশোর সদর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ২০০ জন, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ১০ জন, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ৪৫ জন, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ২২ জন, মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ২৩ জন, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ৪ জন, শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ১০ জন, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে ৩৮।