মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
রাজশাহীর আড়ানী পৌরসভার আলোচিত মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে শুক্রবার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তীতে মেয়রকে নিয়ে বাঘা থানার আড়ানীতে নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান তেকে চার বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত ৭ জুলাই মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ। সে সময় তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে গ্রেফতার করে পুলিশ। সে সময় মুক্তার আলীসহ তার স্ত্রী, পুত্র এবং দুই ভাতিজার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।
প্রসঙ্গত গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। সেই সময় মুক্তার আলীকে আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।