পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
পটুয়াখালীতে করোনা ভাইরাস প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র, অসহায় বয়স্ক, দুঃস্থ, ভাসমান এবং এর অস্বচ্ছল জনগনের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরনের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
লকডাউনের নবম দিনে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০ টায় স্থানীয় লঞ্চ টার্মিনালে দুই শতাধিক অসহায় কর্মহীন দিনমজুর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সহায়তা বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, ঘাট ইজারাদার গাজী হাফিজুর রহমান সবির, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর গোলাম সরেয়ার, বিআইডাব্লুটিএ সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।