মেজবাহ উদ্দিন সরকার
কাপাসিয়া উপজেলা রাজেন্দ্রপুর রেঞ্জ আওতাধীন সূর্য নারায়নপুর বিট এর অবস্থা আধাপাকা নির্মিত ভবনগুলোর অবস্থা বড়ই নাজুক। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা নানামুখী শঙ্কা ও আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করেছে বিট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জরাজীর্ণ ব্যারাকে চলছে অফিস কার্যক্রম ও মানবেতর জীবনযাপন। বিট অফিস নানা সমস্যায় জর্জরিত সরেজমিনে গিয়ে ভবন অফিস কক্ষ পাওয়া গেলেও সেগুলোর অবস্থা বেহাল। বিট কর্মকর্তা আশেক জানায়, ভবনের দেয়ালে ফাটা চেয়ার-টেবিল এবং আসবাবপত্রের বেহাল দশা অফিসের কাজের জন্য নেই কোনো নিজস্ব যানবাহন। অফিসটিতে নেই কোন মোটরসাইকেলের ব্যবস্থা বাইসাইকেল দিয়ে কাজ করতে হয়। তদন্তে সরেজমিনে ঘুরে আরও দেখা যায়। রাজেদ্রপুর রেঞ্জ এর আওতাধীন যে কয়টি বিট অফিস আছে তার কোনটিতেই কোন ভবন নেই। এমতাবস্থায় বিট অফিসার দের জন্য ভবনের বিশেষ প্রয়োজন। বিট অফিসার দের জন্য নেই কোন আলাদা কোয়াটার। আমাদের এই বিট আওতায় জনবলের সংকট রয়েছে। অফিসের একটি নিজস্ব গাড়ির প্রয়োজন। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে মৌখিক আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সুদৃষ্টি কামনা করছি।।।।