সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি আমতলী উপজেলা শাখার উদ্যোগে আমতলী পৌরসভার এ,কে,স্কুল মোড়,চৌরাস্তা, তিন রাস্তার মোড়, হাসপাতালের সামনে সহ শহরের বিভিন্ন পয়েন্টে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি,আমতলী উপজেলা শাখার উদ্যোগে অদ্য বিকাল চার ঘটিকায় আমতলী পৌর শহরের সরকারি এ,কে, স্কুল সংলগ্ন চৌরাস্তায় পথচারীদের মাঝে সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরন কর্মসূচীর উদ্ভোধন করেন আমতলীর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,জেলা সভাপতি জিয়া উদ্দিন সিদ্দিকী, উপজেলা সভাপতি সাইদুর রহমান,কমিটির সদস্য মহিউদ্দিন লিমন,সাকিবুল ইসলাম সাকিব,এইচ এম দেলোয়ার,জিয়া,সোহেল,শাওন,মাসুদ,মোসাঃ সুমি,সুবর্ণা আফরিন,সাদিয়া রহমান সহ সংগঠনের সদস্যরা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম পথচারীদের উদ্দেশ্য জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার আহবান জানান এবং সাংবাদিক সংগঠন সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে সচেতনতামুলক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।