পটুয়াখালী প্রতিনিধি : শম্ভু সাহা:
পটুয়াখালীর দুমকিতে ৯ জুলাই সকাল ১০ ঘটিকায় সরকারি ঘর বরাদ্দের তালিকা তদন্তে শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সঠিকভাবে তালিকা প্রনয়ন হয়েছে কিনা দেখতে যান দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ। প্রথমে শ্রীরামপুর ইউনিয়নের শুক্কুর হাওলাদারের স্ত্রী রাজিয়া বেগম, মৃত. খালেক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার, মৃত. আদম আলীর স্ত্রী আলেয়া বেগম এবং মুরাদিয়া ইউনিয়নের মৃত শয়নদ্দিন ফকিরের স্ত্রী রওশন আরা বেগম, মৃত গনি মৃধার ছেলে খোকন মৃধা, মতলব ফকিরের ছেলে রিপন ফকির, মৃত আলী হোসেন শরীফের ছেলে মিজানুর শরীফ সহ অনেকের বাসস্থান পরিদর্শন করেন এবং সকলের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন তার এক প্রশ্নের জবাবে নির্বাহী অফিসার জানান সরেজমিন যাচাই বাচাই কার্যক্রম চলমান থাকবে।