আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:
যশোর জেলার মনিরামপুর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের পাশে রাতদিন সেবা দিতে ছুটে চলছেন ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত ও সাংবাদিক আবদুল্লাহ সোহান।
আজ ৯ জুলাই শুক্রবার মনিরামপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ড কামালপুর গ্রামের করোনায় আক্রান্ত দুলাল (৬২)
শ্বাসকষ্ট বেড়ে গেলে ওয়ার্ডের কাউন্সিলরের ফোন পেয়ে অক্সিজেন সেবা দিতে ছুটে যান বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু ও সাংবাদিক আবদুল্লাহ সোহান এছাড়াও খবর পেয়ে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতে ছুটে যান ডাঃ রিফাত।
করোনার প্রথম ধাপ থেকে আক্রান্ত রোগীদের পাশে রাতদিন সেবা দিয়ে আসছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত ইতিমধ্যে মনিরামপুর উপজেলায় ডাঃ রিফাতের সুনাম ছড়িয়ে পড়ে এবং তার চিকিৎসা সুনামের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।