এফ এম বুরহান:
আজ ০৯ জুলাই শুক্রবার বিকেলে খুলনা পাওয়ার হাউস মোড়সংলগ্ন কে সি সি ঐক্য ভবনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নিজস্ব দলীয় কার্যালয়ে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা শাখার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর পরিচালিত “আল-কারীম অক্সিজেন সেবা” কে নগদ টাকা সহায়তা দেওয়া হয়।
“আল-কারীম অক্সিজেন সেবা’র প্রধান পরিচালক মুফতী আমানুল্লাহ, প্রধান সমন্বয়কারী শেখ মোঃ নাসির উদ্দীন এর নিকট এ অর্থ প্রদান করা হয়।
আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ বলেন এ পরিস্থিতিতে বিত্তবান শ্রেণির উচিৎ অক্সিজেন সেবা দানকারী সংগঠন গুলোর সহযোগিতায় এগিয়ে আসা, আমরা আইম্মা পরিষদ এর পক্ষ থেকে পুনরায় আবারো সহযোগিতা করবো।
উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, উপদেষ্টা আব্দুল মালেক, আইম্মা পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী ইমরান হুসাইন, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আমানুল্লাহ, মাওলানা আব্বাস আমীন, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুর রশিদ, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ নাজমুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।