পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
সারা দেশের সাথে তাল মিলিয়ে পটুয়াখালীতেও বেড়ে চলছে নতুন করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা। বর্তমানে অনেকের গভীর রাতে অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে।এমন অবস্থায় পটুয়াখালী ফোকাস ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক “মেহেদী হাসান শিবলী” নিয়েছেন ব্যতিক্রম এক উদ্যোগ। গভীর রাতে পটুয়াখালী শহরে কারো অক্সিজেনের প্রয়োজন হলে ফোন করলেই নিজের ব্যক্তিগতো মটর সাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যাচ্ছেন রুগীর ঠিকানায়। তার সাথে একান্ত আলাপ কালে সময়বিডি২৪.কম কে তিনি জানান,’ করোনার এই মহামারি যতো দিন না শেষ হবে! তার এই কার্যক্রম চালিয়ে যাবেন তিনি। এছাড়াও তিনি করোনার প্রথম থেকেই বিভিন্ন সচেতনা মূলক কাজ করে যাচ্ছেন। যাদের ত্রান দরকার বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। দরিদ্র মানুষ দের জন্য ফ্রী চিকিৎসা ব্যাবস্থাসহ বিভিন্ন কার্যক্রম করে আসছেন প্রতিনিয়ত।