পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
লকডাউনের দশম দিনের পটুয়াখালীতে লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত।
লকডাউনের শুরু থেকে লেবুখালীস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৭ পদাতিক ডিভিশনের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন এর নির্দেশনায় মেজর মো. আওলাদ হোসেন, লেঃ লুবিয়া কামরুন রায়া ও ক্যাপ্টেন নাজমুস শাকিব সিয়ামসহ অন্যান্য সেনা অফিসারের নেতৃত্বে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় টহলের পাশাপাশি লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা চাল, ডাল,আটা,চিনি,তেল,লবন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরন অব্যাহত। শনিবার জেলা শহরে লেঃ লুবিয়া কামরুন রায়া’র নেতৃত্বে সরকারের ঘোষিত লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে ব্যাক্তিগত যানবাহনের তদারকি করেন। এ সময় তার সাথে ছিলেন ল্যান্স কর্পোঃ সাইদুল, কর্পোঃ উদয়সহ কতক সেনা সদস্য।