রতন কুমার রকি (স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২ সদস্যের সহযোগীতায় ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ হাতেনাতে আটক করে থানায় সৌপদ্দ করা হয়েছে।
৯ জুলায় শুক্রবার রাত ১০দিকে উপজেলা প্রেসক্লাবের সদস্যরা ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতনাতে আটক করে । আটককৃত হচ্ছে সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের আকবর আলীর পুত্র রুবেল হোসেন (৪০) ও একই গ্রামের হারেদ আলীর পুত্র শরিফুল ইসলাম (৪৫)।
ধৃত ২ মাদক ব্যবসায়ী জানান তারা লক্ষী বিষ্ণুপ্রাসাদ গ্রামের মফেল শেখ এর পুত্র মাদক সম্রাট আশরাফুল এর নিকট থেকে ক্রয় করছে। খোঁজ নিয়ে জানাযায় এই মাদক সম্রাট আশরাফুল পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করার পর জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় মেতে উঠে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।