এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
১০ জুলাই ২০২১ শনিবার রাতে আনুমানিক ৯ টার দিকে যশোরের বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ মোছাঃ জাহিদা বেগম (৩৩), নামের ১ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক মহিলা মাদক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ আটক করেন, বেনাপোল পোর্ট থানা পুলিশ সদস্যরা। আটক মোছাঃ জাহিদা বেগম, বেনাপোল পোর্ট থানার সরবাং হুদা গ্রামের মোঃ আলী হোসেনের, স্ত্রী বলে জানা যায়।
যশোর বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান, আমাদের এ প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১ জন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ জাহিদা বেগম ওই এলাকার ১ জন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী নামে পরিচিত। সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। মোছাঃ জাহিদা বেগমের, নিজের ঘরে বিপুল পরিমাণে গাঁজা রাখা আছে। এ সময়ে এসআই মোঃ রোকনুজ্জামানের, নেতৃত্বে সেখানে ফোর্স পাঠানো হয়। এক পর্যায়ে মোছাঃ জাহিদা বেগমের নিজের ঘরের ভিতর থেকে তল্লাশি করে খাটের নিচে থেকে ৬ টি গাঁজার টুপলা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই মাদক দ্রব্যর ওজন করে দেখা যায়। ৬ টি টুপলাতে ৬ কেজি গাঁজা রাখা আছে। আটককৃত মোছাঃ জাহিদা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। ১১ জুলাই তাকে আদালতে হস্তান্তর করা হবে, বলে তিনি জানান।