

পটুয়াখালী প্রতিনিধিঃ শম্ভু সাহা:
পটুয়াখালী জেলা যুবলীগের নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের ১৬ তম মৃত্যু বার্ষিকীতে কবরের পাশে পরিবারের সদস্যদেরসহ স্বজনদের দোয়া – মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন।
১১ জুলাই বরিবার সকাল ৯ টায় টাউন জৈনকাঠী জৈনপুরী পীর সাহেব সংলগ্ন শহীদ মাহমুদুর রহমান পলাশের কবরে পুষ্পস্তাবক অর্পন করেন মাহমুদুর রহমান পলাশের বাবা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক সংসদ সদস্য মিসেস লুৎফুননেছা, সহধর্মীনি প্রভাষক রোকসানা পারভীন রিপা, ছেলে হাসিন আরমান ফাহিম, মেয়ে ফারিয়া রহমান, চাচা উপাধ্যক্ষ মোঃ সেলিম মৃধা, চাচা প্রভাষক মো. নাসির মৃধা, চাচা বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ ওহাব মৃধাসহ অন্যান্য স্বজনসহ শহীদ মাহমুদুর রহমানেরশুভাকাঙ্খীবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২নং বাঁধঘাট জামে মসজিদের ইমাম হাফেজ মাহাবুর রহমান।