এস এম খলিলুর রহমান, যশোর ব্যুরো চীফঃ
১০ জুলাই ২০২১ শনিবার যশোর মনিরামপুর উপজেলার বিজয়রামপুর জামে মসজিদের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, (৩২) নামের এক যুবককে আটক করেন, যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত মোঃ রফিকুল ইসলামের দেহের থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে আটক করেন।
যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মনিরামপুর উপজেলার বিজয়রামপুর জামে মসজিদের সামনে ১ জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে। উক্ত অভিযানের দায়িত্ব দেন এসআই ফজলে রাব্বী মোল্লা, ও এএসআই শ্যামল কুমার সর্কার সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের মনিরামপুর থানা এলাকায় বিজয়রামপুর অভিযান চালান, হাতেনাতে আটক করেন মোঃ রফিকুল ইসলামকে, যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা আটককৃত ওই মাদক ব্যবসায়ীর কাছে থাকা দেহ তল্লাশি করে ১১০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ব্যবসা করে আসছে।
সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নামে পরিচিত।
উদ্ধারকৃত ১১০ পিস ইয়াবার বাজার মূল্য ৩৮ (হাজার) ৫০০ (পাঁচশত) টাকা বলে জানা যায। এ ব্যাপারে এএসআই শ্যামল কুমার সরকার, বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৬, ১০ জুলাই ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)। মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন, আজ রবিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান।