আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার প্রতিটি উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে চালু হলো খেদমতে খলক্ব ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সেবা।
করোনার প্রথম ধাপ থেকে খুলনা বিভাগ সহ যশোরের প্রতিটি উপজেলায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন কাফন করে আসছেন খেদমতে খলক্ব ফাউন্ডেশন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ইয়াহিয়া সাহেব মোহতামীম মাসনা মাদ্রাসা মনিরামপুর।
যশোর জেলার কোথাও অক্সিজেন এর প্রয়োজন হলে যোগাযোগ করে খেদমতে খলক্ব ফাউন্ডেশনের সেবা গ্রহণ করতে পারেন। যশোর সদর (মাও: আব্দুল লতিফ +8801716967650) মনিরামপুর ( জনাব নুরুন্নবী মিন্টু 01717502654 ঝিকরগাছা (মুফতি আকবার হুসাইন 01757887187)
অভয়নগর (হাঃ মাও শফিউল আলম 01718-702706
চৌগাছা ( মাওলানা মাহমুদ 01777-288827)
কেশবপুর ( মাওঃ আবু মুসা সালিম +8801920917414)
বাঘারপাড়া ( মাওঃ রশিদ আহমাদ +8801730917071)
শার্শা ( মাওঃ হুসাইন সাহেব 01937225885)
এছাড়াও খুলনা বিভাগ সহ যশোর জেলায় কোথাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে স্বেচ্ছায় দাফন কাফন করে আসছেন খেদমতে খলক্ব ফাউন্ডেশন।