ডৌকারচর ইউনিয়নের মাস্ক বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত
সাদ্দাম উদ্দীন(রাজ)নরসিংদীর জেলা বিশেষ প্রতিধিনিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলা ডৌকারচর ইউনিয়ন মাস্ক বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়ছে।
আজ ১২ জুলাই(সোমবার) সাজিদুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অথিতিঃমাসুদ রানা সভাপতি ডৌকারচর ইউনিয়ন যুবলীগ।
বিশেষ অতিথিঃ ডৌকারচর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম।
সভায় অন্যন্যাদের মাঝে উপস্হিত ছিলেঃমোরাদ হোসেইন ডৌকারচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং সভাপতি পদপ্রার্থী ডৌকারচর ইউনিয়ন ছাত্রলীগের। আর উপস্হিতি ছিলো, শেখ ফয়সাল,শরীফুল ইসলাম,মাহমুদুল হাসান,বাইজিদ মিয়া ও রায়হান মিয়া।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category