মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কোমড়পুর গ্রামের হত দরিদ্র প্রতিবন্ধী শরিফুল শেখ(৪০)। মৃত মোহাহের শেখ এর ছেলে। সরেজমিনে গিয়ে জানা যাই তিনি দীর্ঘ দিন যাবত ধরে ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতেন।
ভাগ্যের নির্মম পরিহাস তিনি গত ৮ বছর পূর্বে একটি মর্মন্তিক দূর্ঘটনায় তার ঘাড়ের রগে আঘাত লাগে এখন সে বিছানা সহিত। কোন প্রকার চলা ফেরা করতে পারে না। কোথাও যাই তে হলে হুইল চেয়ারে চলাফেরা করেন।
প্রতিবন্ধী শরিফুল শেখ জানান যে ,এখন তার দিন কাটছে খেয়ে না খেয়ে। ওষুধ কেনার মত সামর্থ নেই এখন তার। এই পরিস্থিতে তার স্ত্রী তাকে ছেরে চলে যান ।
এখন সে নিরুপায় হয়ে তার বৃদ্ধা মা ও ভাই এর ওপর নির্ভরশীল। তার বৃদ্ধা মা ও ভাই তাকে দেখা শুনা করে। এবং তার ছেলে মোঃ রাব্বী শেখ (৮)৩য় শ্রেণীর ছাত্র। না পারছেন তার জন্য খাবার যোগাড় করতে, না পারছে সে তার ছেলেকে পড়াশুনা খরচ যোগাতে। এখন সে নিরুপায় হয়ে মানুষের দিকে সহায্য জন্য হাত বাড়িয়েছে।
তিনি আরও জানান যে বাবুখালী ইউনিয়নের সদেস্য এম নাঈম হাসান (বাবলু) এর মাধ্যমে, শুধু প্রতিবন্ধী ভাতা ছারা কোন সরকারী সাহায্য সহজগিতা পাননি।
এখন তিনি সবার কাছে আকুতি মিনতি করে বলছেন যে, তার এবং ছেলে মোঃ রাব্বী এর জিবন চালানো এখন কঠিন পরিস্থিতি পড়েছে। যাতে করে সে এই কঠিন বাস্তব পরিস্থিতি কাটিয়ে তুলতে পারে।
তার জন্য সকল দেশী বিদেশী ভাই ও বোনেদের কাছে আকুল আবেদন যে তার দিকে সবাই সাহায্য হাত বাড়িয়ে দেন।
প্রয়োজনে (নগদঃ০১৮৫৪৯৭৬৫৯৭)এই মোবাইল নং এর মাধ্যে সাহায্য করতে পারেন।