মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১৪ জুয়ারিকে আটক করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো মোঃ শাহিন (৪০), মোঃ মিন্টু (২৮), মোঃ দুলাল চৌধুরী বন্টি (৩৫), মোঃ জাকির হোসেন (৩৩), মোঃ পল্লব (৪২), বুলবুল (৪০), মোঃ মেহেদী হাসান দিপু (৩২), মোঃ হানিফ (৪৮), শ্রী চঞ্চল বাসফোর (৩৫), মোঃ আরাফাত (৩৩), মোঃ রকি (২৮), মোঃ সাগর হোসেন (২৯), মোঃ আব্দুল মোমিন (৪২) ও মোঃ আঃ রাজ্জাক (৩৩)।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ২০২১ বিকেল ৪.৩০ টায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ জনাব সিরাজুম মনিরের নেতৃত্বে চন্দ্রিমা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শালবাগান বাজারের পিছনে বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন টিনের ঘরের ভিতর হতে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।