এস এম খলিলুর রহমান,
যশোর ব্যুরো চীফঃ
১৩ জুলাই ২০২১ মঙ্গলবার যশোর বাঘারপাড়া উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের উদ্যোগে চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরদারের দিকনির্দেশনা বাসুয়াড়ী ইউনিয়নের গরীব-দুস্থ ও অসহায় কর্মজীবী শ্রমিকদের মধ্যে নিজের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরদার ও অত্র ইউনিয়নের ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন। ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের ২২৫ জন কর্মহীন গরীব দুস্থ ও অসহায় পরিবারকে ১০ কেজি চাউল প্রদান করেন। সেই সাথে করোনা ভাইরাস সংক্রমণ রোগের ভয়াবহ মহামারীতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন। কর্মহীন গরীব দুস্থ অসহায় দরিদ্র পরিবারকে সরকারি তহবিলের থেকে চাউল ও নগদ অর্থ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের সচিব মোঃ সাঈদ ইকবাল (দীপ)।