নওগাঁ জেলা থেকে এনামুল কবীর এনামঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সাংবাদিক সংস্থা বদলগাছী কে নিজের লেখা বই উপহার দিলেন সহকারী কমিশনার (ভুমি) সমন জিহাদী।
জানা যায় সাংবাদিক সংস্থা বদলগাছী র নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি গতকাল ১৩ জুলাই বেলা ১১ টায় মতবিনিময় কালে চা চক্র শেষে নিজের লেখা বই মহাশিলল্প জীবন, প্রেম মানুষ কে একা করে দেয়, সফলতার আপেক্ষিকতা সহ বেশ কয়েকটি বই সাংবাদিক সংস্থা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম সহ উপস্থিত সাংবাদিকদের হাতে বইগুলো তুলে দেন সহ কারী কমিশনার ভুমি সুমন জিহাদী।
তিনি বলেন সাংবাদিক ভাইদের কলম জনকল্যাণ ও প্রশাসনিক বিবেক উন্মোচন করা লেখা রিপোর্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও জানান সরাসরি প্রশাসন কে হিট করে লেখা জনকল্যাণ ময়ী হতে পারে না।
আশি হ্নদয় কথা বলুক মনতা শুনুক প্রতিষ্ঠিত হোক মানবতার কল্যাণে জীবন। দৈনিক আলোকিত (৭১) সংবাদ পএের সাংবাদিক এনাম বলেন অতীতের অনুসুচূনা ভবিষ্যতের পরিকল্পনা বর্তমান সুচিন্তিত বিবেকের কর্ম সুচি ছাড়া এজীবন বেকুবের জীবন।