পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি :
পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আজিজুল হাকিম এর ছবি সম্বলিত পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ১১জুলাই সোমবার দিবাগত রাতে কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট ও বোর্ড বাজার এলাকায় টাঙ্গানো পোষ্টার ছিড়ে ফেলা হয় বলে ছাত্রলীগ নেতা আজিজুল হাকিম এর অভিযোগ। পটিয়া উপজেলা নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্য আজিজুল হাকিম জানান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি সদস্য নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পটিয়ার এমপি হুইপ আলহাজ্ব সামসুল হক চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক যুগ্ম আহ্বায়কসহ সাবেক ছাত্রনেতাদের ছবি সম্বলিত ব্যানার লাগায়। ১১ জুলাই রাতের অন্ধকারে কে বা কাহারা তা ছিড়ে পেলেছে। তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। ব্যানার ছিড়ে ফেলার কারণে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।