মোঃ মতিন গাজী,যশোর অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ
১৩ জুলাই ২০২১ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। কর্মহীন, গরীব-দুস্থ, অসহায়, মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর দিক নির্দেশনায় কোভিড-১৯, মহামারী করোনা ভাইরাস সংক্রমনের আক্রান্তের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায়। সরকারি প্রজ্ঞাপন জারিকৃত কঠোর বিধি-নিষেধের ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউন নির্ধারণ করা হয়। ১ম ধাপে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেওয়া হয় লকডাউন। করোনা ভাইরাস সংক্রমণ কিছুতেই পরিবর্তন না হওয়ায়। পুনরায় ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত লকডাউন নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় চিন্তা করে কর্মহীন গরীব-দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবে অত্র ওয়ার্ডের ৪৯ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিজের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। নওয়াপাড়ার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আর্থিক সহায়তা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেন। খাদ্য সামগ্রী মধ্যে থাকছে ২৫ কেজি চাউল এবং ৫ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ ৪৯ টি পরিবারকে প্রদান করেন।