
মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ানের কোমরপুর গ্রামের প্রতিবন্ধী মোঃ শরিফুল শেখ(৪০)।পিতাঃ মৃত মোতাহের শেখ।
গত কাল সরেজমিনে দেখতে গিয়ে তার জিবনএর নির্মম পরিহাস তুলে ধারা হয় সামাজিক যোগাযোগ এর মাধ্যম ফেজবুকে এবং আনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন খবর , কালের সংবাদ,দৈনিক মাগুরার কথা প্রত্রিকায়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ এর মাধ্যম ফেজবুক এবং অনলাইন নিউজ পোর্টাল এ প্রতিবেদন দেখতে পাই বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান পলাশ এবং বিদেশী বন্ধু দুবাই প্রবাসী হুমায়ুন কবির।
আজ মিজানুর রহমান পলাশ সরেজমিনে তাকে দেখতে যাই বাড়িতে। সেখানে গিয়ে সকলের সাথে মতবিনিময় করেন। এবং তাকে আর্থিক সহয়তা প্রদান করেন।
মিজানুর রহমান পলাশ বলেন, প্রতিবন্ধী মোঃ শরিফুল শেখ কে এর আগেও বাড়িতে গিয়ে আর্থিক সহয়তা প্রদান করেছেন। এবং সে মাঝে মাঝে আর্থিক সহয়তা প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
ওন্য দিকে বিদেশি বন্ধু দুবাই প্রবাসী হুমায়ুন কবির ,
মোঃ শরিফুল শেখ এর নিজ গ্রামের ছেলে। হুমায়ুন কবির আজ ,মোঃ শরিফুল শেখ কে তার বাবা মোঃ সত্তার বহদ্দার মারফত আর্থিক সহয়তা প্রদান করলেন।
এবং সে সব সময় সাধ্য মোতাবেগ সহয়তা করেন।
এবং বিদেশি বন্ধু দুবাই প্রবাসী হুমায়ুন কবির বলেন যে , সে যত দিন বেঁচে আছে তার সাধ্য মোতাবেগ সাহায্য সহয়তা করবেন।
আর্থিক সহয়তা পেয়ে মোঃ শরিফুর শেখ এবং তার বৃদ্ধা মা প্রান খুলে দোয়া করেন।
এবং বলেন ,যে যারা তার ছেলেকে আর্থিক সহয়তা প্রদান করে, তার এই কঠিন বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, তাদের পরিবার এবং আপন জনদের কে আল্লাহ যেন ভালো রাখে।

Reporter Name 

















