এস এম খলিলুর রহমান, যশোর ব্যুরো চীফঃ
১৩ জুলাই ২০২১ মঙ্গলবার আনুমানিক বিকাল ২ টা ৩০ মিনিটের দিকে, যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় কেফায়েতনগরে নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী মোছাঃ ফারজানা আক্তার মুন্নি (১৬), নামের ১ জন স্কুলে পড়ুয়া ছাত্রীর গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর মা ও প্রতিবেশীদের ধারণা মতে আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে নিজের শোয়ার ঘরে যায় স্কুলে পড়ুয়া ছাত্রী মোছাঃ ফারজানা আক্তার মুন্নি, ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে মা প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের সাহায্যে নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ওরণার ফাঁস খুলে খাটের উপর নামানো হয়। ততক্ষনে মোছাঃ ফারজানা আক্তার মুন্নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে গ্রাম্য ডাক্তার দেখে বলেন মোছাঃ ফারজানা আক্তার মুন্নি মৃত্যু হয়েছে নিশ্চিত করেন। বসুন্দিয়া কেফায়েতনগর গ্রামের হিন্দু পাড়াস্থ মোঃ কাসেম আলীর বাড়ির ভাড়াটিয়া। মোছাঃ ফারজানা আক্তার মুন্নির পিতা নূর ইসলাম মিনে ১ জন অসহায় দরিদ্র ও ভ্যান চালক। কয়েক মাস আগে ঘর মালিক মোঃ কাশেম আলীর বাড়িটি ভাড়া নিয়েছেন। পিতা মোঃ নুরুল ইসলাম মিনের স্থানীয় বাড়ি অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ সাইফুল ইসলাম, ও পুলিশ সদস্য পিয়ারুল ইসলাম। অপরদিকে ঘটনা স্থলে ছুটে আসেন, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ক্যাম্পের ইনচার্জ এসআই সুপ্রভাত, এসআই আব্দুর রউফ, পুলিশ মোছাঃ ফারজানা আক্তার মুন্নির মৃতদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে। আত্মহত্যা না পরিকল্পিত হত্যার কারণ বলা যাবে।