

মোঃ মতিন গাজী,যশোর অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ
যশোর অভয়নগর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য জাতীয় সংসদ সদস্য (যশোর-১) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর নিজস্ব অর্থায়নে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম প্রদান করেন।
সোমবার (১২ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে অভয়নগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আলিমুর রাজিবের হাতে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক স্পন্দন এর নিবার্হী সম্পাদক মোঃ মাহাবুব আলম (লাবলু), রোটারি ক্লাব অব নওয়াপাড়া এর প্রেসিডেন্ট শাহ্ মুকিত জিলানী, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আলিমুর রাজিব, রোমান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ আলী, এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, রোমান জুট মিলস লিঃ এর পরিচালক মোঃ রাকিব হাসান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল এর আয়োজনে ১০ টি অক্সিজেন কনসেনটেটর মেশিন, ১৫ টি অক্সিমিটার, ১ বক্স হেক্সিসল ও ২ হাজার ৫০০ টি মাস্ক প্রদান করা হয়। শেখ আফিল উদ্দিন এর পক্ষে দৈনিক স্পন্দন এর নির্বাহী সম্পাদক মোঃ মাহবুব আলম (লাবলু) এ সকল সরঞ্জাম উপজেলা পরিষদে হস্তান্তর করেন। এবং শেখ আফিল উদ্দিন’র বক্তব্য সকলের সামনে তুলে ধরে বলেন, অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যদি হাইফ্লো ন্যাজেল ক্যানোলা অক্সিজেন প্রয়োজন হলে, সেটি স্থাপনে সকল ব্যবস্থা শেখ আফিল উদ্দিন করবেন বলে জানান। সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক দেবাশীষ রায়।