
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে তামিম নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। তামিম উপজেলার চন্ডিপাশা ইউপির চামারুল্লাহ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, সকাল ৯ নয়টার দিকে ঘরের প্রয়োজনীয় কাজ করছিলেন তামিমের মা। পরিবারের সবার অগোচরেই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তামিম। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এই বিষয়ে আমাদের কেউ অবগত করেননি।

Reporter Name 

















