রতন কুমার রকি সিরাজগঞ্জ ,রায়গঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-১২’র অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত (১৩জুলাই) মঙ্গলবার সন্ধ্যা ০৫.৫০ ঘটিকার সময় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট থানাধীন বিলপাড়া খাদুলী গ্রামস্থ মোছাঃ ওমেলা খাতুন(৪৫), পিতা-মৃত আবুল হোসেন এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বের উঠানে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭১(একশত একাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম হৃদয়(২৪), পিতা-মোঃ রাকিব হোসেন, সাং- ঝাপড়া রামনাথ, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।