রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে জাল নোট সহ ০১ জন প্রতারক গ্রেফতার
মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যাব-৫ এর অভিযানে রাজশাহী মহানগরীতে গোপন সংবাদের ভিত্তিতে, অদ্য ১৪ জুলাই ২০২১ তারিখ দুপুর ০২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, বাংলাদেশী ১,৮৮,০০০/ -(এক লক্ষ আটাশি হাজার)জাল টাকা, ০১ টি মোবাইল, ০১ টি সীমকার্ডসহ আসামী মোঃ আজিবর আলী (২৮), পিতা-মৃত ময়েজ উদ্দিন @ মজু, সাং-মেহেরচন্ডী কড়ইতলা, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহনগরকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব- কে তথ্য দিয়ে সহায়তা করুন। সু-শৃঙ্খল সমাজ গড়ুন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category