শরিফ সিকদার কাপাসিয়া থেকেঃ
কাপাসিয়া উপজেলার সরকারি নিবন্ধনকৃত ৭ এতিমখানা মাদ্রাসায় ৩২ টাকার চেক বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলার পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ চেকগুলি বিতরণ করেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান।
কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার মোসা ইসমত আরা সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসে মোসা নিলুফা বেগম, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম,গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাহামুদুর হাসান মারুফ।
করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চেক প্রদান করায় এতিখানার শিক্ষক ও শিক্ষার্থী বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি এড আমানত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইসলাম ও আলেম নিরাপদ। আলেম সমাজকে মূল্যয়ন করার কারণে কওমি মাদ্রাসা কে স্বীকৃতি প্রদান করেছেন।