বাবুল সরকারঃ
তব পথ প্রাণে চেয়ে,
বিষাদের রাগিন অশ্রু ঝরে বেয়ে বেয়ে।
এখন আর চাই না তুমি হও মোর।
পাহাড় সম ভালোবাসা দিয়ে যে-
হৃদয় নিয়ে গেল আজ বহু দুর।।
ক্রন্দনরত বাং বার ধরে ছিলাম প্রিয়ার বাহু।
হৃদয়হীনি মানল না সে,
ভালোবাসা গিলে নিয়ে হল রাহু।।
হাজার কোটি বার করিলাম পণ।
যাব ভুলে ভাঙিল যে মন।।
পারিলাম তা কোথা?
তাই আজু আসি আমি এথা।।
দেখলে তাকে যাবে হয়তো এ হৃদয়ের ব্যাথা।।
সে মোরে ভুলে গেছে সেই কবে।
তোমরা জানো তা বন্ধু সবে।।
কাঁদিল কে যেন অনেক ঝুরে।
দরজা খুলে দেখিলাম ভোরে।।
আসিল সে আমার কাছে ফিরে।
ধরিল সে মোর পা দুটো ঘিরে।।
কহিল সে ভালোবাসা দিয়ে রাখবে ভরে।
আর যাবে না যদি সে যায় মরে।।
এখন চায় সে মোর কাছে মাফ।
বুঝে গেছে সে করেছে কত বড় পাপ।।
তোমারা বল কি করে তুলি তাকে ঘরে?
আমায় ছেড়ে চলে গেল সে নেয়নি কোন ঝড়ে।
আবার তাকে বুকে নিব তাকি হয়?
মোর দেহ হল যে ক্ষয়।
জানা নাহি মোর তোমারা বল কার হল জয়?