

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রয়োজন ছাড়া প্লিজ কেউ ঘরের বাহিরে বের হবেন না,ঘরে থাকুন,সুস্থ থাকুন-নিজে বাঁচুন- অন্যকে বাঁচান।স্বাস্থ্যবিধি মেনে চলবেন,নিয়মিত মাস্ক পরবেন।স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে এমনটিই নির্দেশনা দিলেন বরগুনা জেলার নব নির্বাচিত একমাত্র নারী চেয়ারম্যান আমতলী উপজেলার ৬ নং আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।
বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সকাল এগারোটায় শপথ গ্রহন শেষে একান্ত আলাপচারিতায় তিনি বলেন,করোনা মারাত্বক রুপ ধারন করেছে,করোনার এই ভয়াবহতার কারনে সরকারের যে কঠোর লকডাউন,আমরা সবাই তা মেনে চলবো।করোনার এই ভয়াবহতায় গরিব-কর্মহীন মানুষের পাশে সরকার সব সময়ই আছেন।সমাজের যারা বিত্তবান,ধনী ব্যাক্তি তাদেরও এই করোনাকালে গরীব-কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, সকলকে সাথে নিয়ে ৬ নং আড়পাংগাশিয়া ইউনিয়ন কে আমতলী উপজেলার মডেল ইউনিয়নে রুপান্তরিত করা হবে।