

মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।মৃত্যু বরণ করেছেন ১ জন।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জনের রেপিড এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ২ শিশুসহ ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত মোট আক্রান্ত ৩১১ জন, সুস্থ হয়েছেন ১৪০, চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। তার মধ্যে ৩ জন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মৃত্যু ৬ জন।
এছাড়া ময়মনসিংহ পিসিআর ল্যাবে (আরটি পিসিআর টেস্ট) নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন আরো ৫ জন। একদিনে ৩৪ জনের করোনা পজেটিভ দেখলো উপজেলাবাসী।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, নান্দাইলের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষকে আরো সচেতন হতে হবে। প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে তিনি অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সতর্কতা জারি করেছেন।