সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া পৌরসভা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পটিয়া উপজেলা যুবলীগ সহ-দপ্তর সম্পাদক সমাজ সেবক দিদারুল আলম ১৫ জুলাই বৃহস্পতিবার রাতে পটিয়া রেলওয়ে ষ্টেশন, আদালত রোড়, ক্লাব রোড়,থানার হাট রোড় এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ভালবাসার মৌসুমী ফল আম বিতরণ করেছেন। ভাসমান ছিন্নমূল, খেটে খাওয়া সুবিধাবঞ্চিতদের মাঝে ‘ভালোবাসার আম’ নামে এ কর্মসূচি পালন করেন পটিয়া পৌরসদর ছবুর রোড় রহমান মার্কেট এর রুপা- নিপাহ ফ্যাশনের কর্ণধার
সমাজ সেবক দিদারুল আলম। তিনি বলেন, যাদের আম কেনার সামর্থ নেই, তাদের যেন সবাই দেশি মৌসুমী ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পটিয়ার জঙ্গলখাইন থেকে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশি সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সহ দপ্তর সম্পাদক দিদারুল আলম বলেন, ‘আমরা ছোট পরিসরে এটি চালু করেছি। এটি যেন একটি উৎসবে পরিণত হয়ে সেটিই আমরা চাই। আম আমাদের দেশীয় ফল। যাদের টাকা আছে তারা কিনে খাবে, আর যাদের নেই তারা কিনে খেতে পারবেনা এটি কেন হবে। আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমী ফল খেতে পারে, তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দসহ অন্যান্য ইকমার্স সাইট ও প্রতিষ্ঠানও এমন কাজে এগিয়ে এসে এটিকে একটি আম উৎসবে রুপান্তরিত করবে বলে তিনি আশাবাদী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পটিয়া- কর্ণফুলী মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি সমন্বয়কারী জাফরুল ইসলাম, দৈনিক জনতা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সেলিম চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ি মোঃ আইয়ুব, মোঃ হাসেম প্রমুখ। মাইজভান্ডারি গাউসিয়ান হক কমিটির সমন্বয়কারী জাফরুল ইসলাম বলেন গরীব অসহায় দরিদ্র ভাসমান ছিন্নমুল মানুষের পাশে সমাজ সেবক দিদারুল আলমসহ মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগামীতেও এদ্বারা অব্যাহত থাকবে বলে মওলা হুজুরের নির্দেশে মানবতার সেবায় সব সময় সংগঠনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।