এস.এম দুর্জয়ঃ
সারাদেশ জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পাদুর্ভাব মহামারী আকারে ধারণ করায় সারাদেশ জুড়ে মৃত্যুপুরীতে রুপান্তরিত হয়েছে।করোনার থাবায় বাড়ছে মৃত্যুর মিছিল।বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ও মৃত্যুরহার দিন দিন বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।কঠোর বিধিনিষেধ আরোপের পরেও সংক্রমণ ও মৃত্যুরহার দিন দিন বাড়ছে।করোনায় লকডাউনে অসহায় গরীব,হতদরিদ্র,প্রতিবন্ধী মানুষেরা পরেছে বিপাকে।আর এরইমধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা
ইউনিয়নের গরীব অসহায় মোছাঃ নাজমা আক্তারের দুটি সন্তানেই প্রতিবন্ধী।নাজমা আক্তার তার প্রতিবন্ধী এক ছেলে এক মেয়েকে নিয়ে দারিদ্র্যতায় জীবন যাপন কাটাচ্ছেন।মা এবং প্রতিবন্ধী ছেলে মেয়েদের নগদ অর্থ দিয়ে আর্থিক অনুদান দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আদর্শ ও সেবামূলক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী বি.কম।নাজমা ও তার প্রতিবন্ধী ছেলে মেয়ে আর্থিক অনুদান পেয়ে আনন্দিত হয়ে দোয়া কামনা করেন।মোহাম্মদ আলী বি.কম বলেন, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের মোছাঃ নাজমা আক্তারের একটি ছেলে একটি মেয়ে দুইজনই প্রতিবন্ধী, আর্থিক সংকটের কারণে প্রতিবন্ধী ছেলে-মেয়েদেরকে খাবার-দাবার সহ ভরণপোষণ ও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না নাজমা আক্তারের। তাছাড়া তিনিও শারীরিকভাবে অসুস্থ,আর্থিক সংকটের কারণে অত্যন্ত দুঃখ ও কষ্টের সাথে মানবতাহীন জীবন যাপন করছিলেন। প্রতিবন্ধী ছেলে-মেয়েদেরকে খাবার-দাবার ভরণপোষণ ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য- সহযোগিতা চেয়ে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার বরাবরে আবেদন করেন, উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আদর্শ ও সেবামূলক সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে, চিকিৎসা ও ঔষধ বাবদ নগদ ৫০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়, এবং ভবিষ্যতেও তাদের ভরণপোষণ ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদানের আশ্বাস করা হয়,সমাজের সকল বিত্তশালী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ রইলো আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী গরীব,অসহায়,হতদরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।মোহাম্মদ আলী বি.কম আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসমাগম এড়িয়ে চলতে ও সকলকেই মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান।পরিশেষে মানবিক নেতা মোহাম্মদ আলী বি.কম বলেন করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে হলে জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন,এবং সকলকেই মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান।